মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭, ০১:২৮:৩৯

রোহিঙ্গা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন নাজিব রাজাক

রোহিঙ্গা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন নাজিব রাজাক

নিউজ ডেস্ক : চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ ইস্যু তুলবেন বলে নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের তুলনায় আকারে ছোট হলেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও রাজনৈতিক অংশীদার মালয়েশিয়া। রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ মিয়ানমারে পরিকল্পিত নৃশংসতার শিকার হচ্ছেন। এই দুঃসময়ে তাদের জন্য সম্ভব সবকিছু করবে মালয়েশিয়া।

নাজিব রাজাক বলেন, মিয়ানমারে রোহিঙ্গারা বৈষম্যের শিকার হচ্ছেন। পরিকল্পিতভাবে এ মানুষগুলোর ওপর বৈষম্য, নির্যাতন, খুন হচ্ছে। তাদের প্রতি কোনও দয়ামায়া বা অনুকম্পার স্থান নেই।

এদিকে, রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা গণহত্যাকে কেন্দ্র করে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ০৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিথার নাউয়ার্ট দেশটির অবস্থান সম্পর্কে অবগত করেন।

হিথার নাউয়ার্ট সাংবাদিকদের বলেন, মিয়ানমার নিয়ে আলোচনা চলছে এবং এ সময় আগ বাড়িয়ে পদক্ষেপ নিতে চায় না যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, মিয়ানমারের রাষ্ট্রীয় সহায়তায় গণহত্যা চালানো হচ্ছে বলে যেসব খবর প্রকাশিত হয়েছে তা বিশ্বাসযোগ্য বলে প্রমাণ পায়নি মার্কিন কর্মকর্তারা।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে