মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৪৬:৪৪

যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি উত্তর কোরিয়ার, লন্ডনেও হামলা!

যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি উত্তর কোরিয়ার, লন্ডনেও হামলা!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলে যুক্তরাষ্ট্রকে তার চড়া দাম দিতে হবে বলে আবারো হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র যদি জাতিসঙ্ঘের মাধ্যমে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করার চেষ্টা অব্যাহত রাখে তাহলে ওয়াশিংটনকে ‘কঠোরতম দুঃখকষ্ট’ ভোগ করতে হবে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের পিয়ংইয়ং বিরোধী বিদ্বেষী তৎপরতা চলতে থাকলে উত্তর কোরিয়া এত বেশি কঠোর পদক্ষেপ নেবে যা যুক্তরাষ্ট্রের জন্য কল্পনা করাও দুঃসাধ্য। বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করা হয়, উত্তর কোরিয়া ‘মার্কিন গ্যাংস্টারদের’ বশে এনে ছাড়বে।

মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার একটি প্রস্তাব দিয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার রাতে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের চাপে জাতিসঙ্ঘ এখন পর্যন্ত উত্তর কোরিয়ার বিরুদ্ধে ছয় দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন। ওই হুমকির পর ৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়া দেশটির মারাত্মক ধ্বংস ক্ষমতাসম্পন্ন হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়ে তার পাল্টা জবাব দিয়েছে।

‘লন্ডনে ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে’
পলিটিক্স হোম জানায়, পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার সাথে যুদ্ধের মারাত্মক আশঙ্কা রয়েছে বলে মনে করছে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালোন। আর যুদ্ধ বাধলে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র লন্ডনের ওপর পড়তে পারে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা ক্রমেই বাড়ছে এবং লস অ্যাঞ্জেলসের তুলনায় লন্ডনের দূরত্ব কম। বিবিসির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে তিনি বলেন, পাশ্চাত্যের হিসেবে ভুল হলেই উত্তর কোরিয়ার সাথে সামরিক সঙ্ঘাত বেধে যাবে। যেকোনো মূল্যে এটি এড়াতে হবে বলেও জানান তিনি। কয়েক দিন আগে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষা চালায়। বোমাকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবএমে করে ছোড়ার উপযোগী বলে দাবি করেছে পিয়ংইয়ং।

 
উত্তর কোরিয়ার বিরুদ্ধে জোরালো প্রতিরক্ষা গড়ার আহ্বান জাপানের

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়ার হুমকির মুখে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সাথে এক বৈঠকে সোমবার তিনি এ আহ্বান জানান। অ্যাবে বলেন, নিজেকে রক্ষার মানসিকতা তৈরি করতে না পারলে কেউ কাউকে রক্ষা করতে পারে না।

প্রতিরক্ষামন্ত্রীকে মধ্যমেয়াদি প্রতিরক্ষা কৌশল প্রণয়নের নির্দেশ দিয়ে অ্যাবে বলেন, জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জবাবে আমাদেরকে সবধরণের পদক্ষেপ নিতে হবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কঠোর অবরোধ নিয়ে সোমবারের ভোটাভুটির প্রাক্কালে অ্যাবে তার দেশের প্রতিরক্ষা নিয়ে এসব মন্তব্য করলেন।-ইন্ডিপেনডেন্ট/এএফপি
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে