আন্তর্জাতিক ডেস্ক : ভন্ডগুরু রাম রহিমকে ঘিরে এই ক'দিনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কখনও তার লালসার তো কখনও তার বিরুদ্ধে খুনের অভিযোগ ঘিরে বেশ সরগরম সংবাদমাধ্যম। এইসমস্ত দিক ছাড়াও এই ভন্ডগুরুর কথিত দত্তক কন্যা হানিপ্রীত সিং কে নিয়েও কম জলঘোলা হয়নি।
ধর্মগুরু ঘনিষ্ঠ এই মহিলাকে সঙ্গে নিয়েই জেলে প্রথম রাতে থাকতে চেয়েছিলেন রাম রহিম। তবে কোথায় এখন সেই হানিপ্রীত? জানা গিয়েছে, হানিপ্রীতকে খুঁজতে জোর তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশসূত্রে খবর রয়েছে, উত্তরপ্রদেশ সীমান্ত দিয়ে নেপালে ঢুকে পড়ার জন্য মুখিয়ে রয়েছে নিখোঁজ হানিপ্রীত। এজন্য উত্তরপ্রদেশের ইন্দো-নেপাল সীমান্তে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।
বহুদিন ধরেই পুলিশের হাত থেকে বাঁচতে হানিপ্রীত গা ঢাকা দিয়ে রয়েছে। ১লা সেপ্টেম্বর হানিপ্রীতের জন্য 'লুক আউট' নোটিশ জারি করেছে পুলিশ। উত্তরপ্রদেশ-নেপালের প্রতিটি পুলিশ স্টেশনে হানিপ্রীতের ছবি সহকারে তাকে খোঁজার জন্য নোটিশ জারি করা রয়েছে। জোরকদমে চলছে তল্লাশি।
তবে উত্তরপ্রদেশের ৫৯৯.৩ কিলোমিটার দীর্ঘ সীমান্তে নজরদারি নেহাত কম কথা নয়। হরিয়ানা পুলিশ ইতিমধ্যেই লখিমপুর এলাকায় প্রায়ই খোঁজ খবর চালাচ্ছে। তাদের কাছে খবর রয়েছে, সেখানেই থাকতে পারেন হানিপ্রীত।
এমটিনিউজ/এসএস