মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:০০:৩১

জাপানের প্রধানমন্ত্রীকে বিখ্যাত মসজিদ ঘুরিয়ে দেখাবেন নরেন্দ্র মোদি

জাপানের প্রধানমন্ত্রীকে বিখ্যাত মসজিদ ঘুরিয়ে দেখাবেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : গত তিন বছরে অন্তত ১০ বার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাত্‍ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবার একেবারে গুজরাতে হাজির তিনি। আমেদাবাদের অতিথি দুই ভিভিআইপি, নরেন্দ্র মোদি ও শিনজো আবে।

তাই কিছু বিশেষ ব্যবস্থা তো থাকবেই। বুধবার দুপুর সাড়ে তিনটেয় আমেদাবাদে যাবেন দুই অতিথি। শিনজো আবের এক ঘণ্টার আগেই পৌঁছে যাবেন মোদি। তিনি নিজে স্বাগত জানাবেন বিদেশি প্রধানমন্ত্রীকে।

এয়ারপোর্ট থেকে মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রম পর্যন্ত এক র‍্যালিতে সঙ্গে দেবেন মোদি। ন'কিলোমিটার রাস্তা জুড়ে হবে বিভিন্ন অনুষ্ঠান। স্কুলের ছাত্রছাত্রীরা গান গাইবেন। ২৮টি মঞ্চ জুড়ে হবে নাচের অনুষ্ঠান। ভারতীয় সংস্কৃতি তুলে ধরা হবে জাপানের প্রধানমন্ত্রীর সামনে।

ওইদিন সন্ধ্যায় আমেদাবাদের বিখ্যাত সিদি জালি মসজিদ শিনজো আবেকে ঘুরিয়ে দেখাবেন মোদি। হলুদ পাথরে তৈরি ওই মসজিদ কারুকার্যের জন্য বিখ্যাত। সেইসব কারুকার্য নিজেই বর্ণনা করবেন ভারতের প্রধানমন্ত্রী। ষোড়শ শতকের ওই মসজিদ ভারতের এক ঐতিহ্য। এই মসজিদে যে জালের মত কারুকার্য রয়েছ তা সত্যিই দেখার মত।

এছাড়া, দুদিনের এই সফরে ভারতে বুলেট ট্রেনের প্রজেক্টের উদ্বোধন করবেন দুই দেশের রাষ্ট্র প্রধান।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে