মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:২৬:৪১

অস্ত্র সরবরাহ বন্ধ করে দিল জার্মানি

 অস্ত্র সরবরাহ বন্ধ করে দিল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে সব ধরনের গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে জার্মানি। দেশটির অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি এবং ন্যাটো মিত্র দেশ দুটির মধ্যে টানাপড়েনকে কেন্দ্র এ পদক্ষেপ নিয়েছে বার্লিন।

জার্মান ভাইস চ্যান্সেলর এবং পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, বড় বড় অস্ত্রের জন্য তুরস্ক যে আহ্বান জানিয়েছিল তা সরবরাহ করার বিষয়টি স্থগিত রাখা হয়েছে। এগুলোর সংখ্যা কম নয় বলেও জানান তিনি। কথিত রাজনৈতিক অভিযাগে আরো এক জার্মান দম্পতিকে তুরস্কে আটক করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানোর পর অস্ত্র সরবরাহ বন্ধের পদক্ষেপ নেয়া হয়।

তিনি বলেন, ন্যাটো অংশীদার হিসেবে বার্লিন সাধারণভাবে অস্ত্র পাঠানোর অনুরোধ মেনে নেয়। কিন্তু তুরস্কে বিরাজমান পরিস্থিতির কারণে এ ধরণের অনুরোধ স্থগিত রাখা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে