বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:৪৬:০৭

মোদিকে টেক্কা দিয়ে রোহিঙ্গাদের জন্ম সনদ দিচ্ছে মমতা ব্যানার্জী

মোদিকে টেক্কা দিয়ে রোহিঙ্গাদের জন্ম সনদ দিচ্ছে মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা শরণার্থীদের ভারতে ঠাঁই হবে না, যারা অবৈধভাবে আছেন তাদের ফেরত পাঠান হবে, ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

আমাদের রাজ্য তাদের আশ্রয় দেবে, বলে পাল্টা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী৷ এদিকে শরণার্থী নয়, এক রোহিঙ্গাকে বার্থ সার্টিফিকেট দেওয়ার মারাত্মক অভিযোগ উঠল এই মমতার বিরুদ্ধেই৷

কলকাতার দমদম পুরসভা রোহিঙ্গাদের বার্থ সার্টিফিকেট দিচ্ছে৷ এই সত্য প্রমাণ হয়ে গেছে যখন হায়দারাবাদে ধরা পরে মোহাম্মদ ইসমাইল নামে এক রোহিঙ্গা জঙ্গি৷ তার কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড পাওয়া যায়৷ আর পাওয়া গেছে দমদম পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট৷

ধরা পড়ার পর রোহিঙ্গা জঙ্গি মহম্মদ ইসমাইলকে জেরা করে যে তথ্য পেয়েছে হায়দরাবাদ পুলিশ, তাতে স্পষ্ট যে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে দমদম পুরসভা থেকেই৷ এই রোহিঙ্গা জঙ্গিকে জেরা করে জানা গেছে, সে মায়ানমারের বাসিন্দা৷

মায়নামারের বুশিডাং জেলার নয়াপাড়া গ্রামে এ বাড়ি৷ ২০১৪ সালে সে বাংলাদেশের ঢাকা হয়ে কলকাতা আসে৷ পরবর্তীকালে, দমদম পুরসভা থেকে ইস্যু করা এই বার্থ সার্টিফিকেট দেখিয়েই সে নিজেকে ভারতীয় বলে প্রমাণ করে সব জায়গায়৷

পরে সে দিল্লী যায় এবং মায়নামার রিফুইজী ক্যাম্পে থাকতে শুরু করে৷ জানুয়ারী ২০১৬ সে The United Nations High Commissioner for Refugees বা UNHCR কার্ড পেয়ে যায় সে৷ যার নম্বর 305-15C02062৷

এরপর সে এক দালালের সাহায্যে কর্ণাটকে যায় এবং সেখানে সে একটি মাংসের দোকানে কাজ শুরু করে৷ সেখানে থাকার সময়ই সে আধার কার্ড, ভোটার কার্ড পেয়ে যায়৷ দমদম পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট দেখিয়েই এই সমস্ত কার্ড পেতে সফল হয় তার দালালরা৷ এই বার্থ সার্টিফিকেট থেকেই প্রমাণ হয় যে সে ভারতীয় নাগরিক৷

মোহাম্মদ ইসমায়েলের কাছ থেকে উদ্ধার করা নথিগুলি হল :
১. আধার কার্ড 68771241330
২. ভোটার কার্ড BR No YU02867851
৩. দমদম পুরসভা বার্থ সার্টিফিকেট
৪. প্যান কার্ড BR No ACWPE7213K
৫. UNHCR Card

এর মধ্যে দমদম পুরসভার বার্থ সার্টিফিকেট পাওয়াতেই নাম জড়িয়েছে বাংলার৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের রোহিঙ্গাদের সাহায্য করার কথা ঘোষণার অনেক আগেই মমতার রাজ্যের একটি পুরসভা এক রোহিঙ্গা জঙ্গির বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিল৷

বিতর্ক শুরু হয়েছে এখানেই৷ কি করে মায়নামারের এক জঙ্গিকে বার্থ সার্টিফিকেট ইস্যু করল দমদম পুরসভা, উঠছে প্রশ্ন৷ ভয়ংকর এই সত্য সামনে আসার পর নড়েচড়ে বসেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷

প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে এই ঘটনার কথা জানিয়েছে হায়দরাবাদ পুলিশ৷ তবে, নর্থ দমদম পুরসভার চেয়ারম্যান কল্যাণ কর জানিয়েছেন যে, ‘বার্থ সার্টিফিকেট দেখে তবে বলতে পারব এটা আমাদের পুরসভার ইস্যু করা কিনা, অনেক সার্টিফিকেট জালও হচ্ছে’৷ সূত্র : কলকাতা ২৪।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে