শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:০৩:০৮

ভারতীয় এক সেনাকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মহিলার, কিন্তু কেন?

ভারতীয় এক সেনাকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মহিলার, কিন্তু কেন?

আন্তর্জাতিক ডেস্ক : এক সেনা সদস্যকে ক্রমাগত থাপ্পড় মারার জন্য দিল্লি পুলিশ এক মহিলাকে গ্রেপ্তার করল। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। ভারতীয় সেনাবাহিনীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মহিলাকে গ্রেপ্তার করে।

তাকে আদালতে পেশ করা হলে একঘণ্টার মধ্যেই বিচারক তাকে জামিন দিয়ে দেন। তবে সেনা সদস্যকে থাপ্পড় মারার ঘটনাটি মোবাইল ক্যামেরার মাধ্যমে এক প্রতক্ষ্যদর্শী ভিডিও করে রাখেন।

দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় গত শনিবার এই ঘটনাটি ঘটে। এক প্রতক্ষ্যদর্শীর করা ভিডিওতে দেখা যাচ্ছে, ৪৪ বছরের স্মৃতি কার্লা তার গাড়ি থেকে নেমে গাড়ির সামনে থাকা এক সেনার কাছে যান।

সেনা সদস্য ওই মহিলাকে কিছু বোঝানোর আগেই স্মৃতি কার্লা জওয়ানকে থাপ্পড় মারেন। গুরুগ্রামের বাসিন্দা স্মৃতি কার্লা তার টাটা ইন্ডিকা গাড়িটি সেনাবাহিনীর ট্রাকের সামনে দাঁড় করান। তবে তিনি কেন তাকে থাপ্পড় মারলেন সে বিষয়টি এখনও সুস্পষ্ট নয়।

স্মৃতি কার্লার বহুদিন আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে। তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারিকে মারধর’‌ এবং ‘‌সরকারি কর্মীর কাজে বাধা দেওয়ার’‌ ধারায় মামলা রুজু করা হয়।

পুলিশ স্মৃতি কার্লার গাড়িটি বাজেয়াপ্ত করে নেয়। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ওই সেনা বলেন, ‘‌ওই মহিলা আচমকাই তার গাড়ি থামিয়ে তার কাছে এসে তাকে থাপ্পড় মারতে থাকেন।’‌ ‌
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে