শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:২৪:৪০

আমরা রোহিঙ্গাদের সমর্থন করি : মমতা ব্যানার্জী

আমরা রোহিঙ্গাদের সমর্থন করি : মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : মায়ানমারের রাখাইন প্রদেশের শরণার্থী সমস্যায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার বিকালে এক টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে খুবই উদ্বিগ্ন তিনি।

গত কয়েকমাস ধরেই মায়ানমারের বাংলাদেশ লাগোয়া রাখাইন প্রদেশে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বিতর্ক চলছে। মায়ানমার সরকারের অত্যাচারে ঘর ছাড়তে হয়েছে বলে দাবি রোহিঙ্গাদের। একই সঙ্গে ইতিমধ্যে ভারতে বসবাসকারী ৪০,০০০ রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জীর টুইট বিশেষ তাৎপ‌র্যপূর্ণ।

এদিন মমতা টুইটারে লেখেন, রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে জাতিসংঘ ‌যে আবেদন জানিয়েছে, তাতে আমরা রোহিঙ্গাদের সমর্থন করি। সমস্ত মানুষ সন্ত্রাসবাদী নয়। আমরা বিষয়টিতে সত্যিই ভাবিত।

বৃহস্পতিবারই রোহিঙ্গাদের ওপর নি‌র্যাতন বন্ধের জন্য মায়ানমার সরকারের কাছে আবেদন জানিয়েছে জাতিসংঘ। ওদিকে সেদিনই সুপ্রিম কোর্টে মোদি সরকারের তরফে জানানো হয়েছে, রোহিঙ্গাদের মধ্যে জঙ্গি সংগঠনের প্রভাব রয়েছে। ফলে তাদের ভারতে থাকতে দেওয়া নিরাপদ নয়।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে