শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৩৭:৫৫

'ডোনাল্ড ট্রাম্পকে রোহিঙ্গাদের অবস্থা বোঝাতে সক্ষম হয়েছি'

'ডোনাল্ড ট্রাম্পকে রোহিঙ্গাদের অবস্থা বোঝাতে সক্ষম হয়েছি'

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রোহিঙ্গাদের বর্তমান করুণ অবস্থা বোঝাতে সক্ষম হয়েছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন নাজিব।

সেই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দুই নেতার বৈঠককালে তার কাছে রোহিঙ্গাদের বিপন্ন অবস্থার ব্যাপারটি আলোচনা হয় এবং বাস্তব অবস্থা সম্পর্কে জানেন ট্রাম্প। আর তার কাছে রাখাইনের পরিস্থিতি জেনেই ট্রাম্প মিয়ানমারের ব্যাপারে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প এবং নাজিবের মধ্যে এক বৈঠক হয়। সেই বৈঠকের প্রসঙ্গ টেনে নাজিব বলেন, ‘আমি যখন ট্রাম্পকে বুঝাতে সক্ষম হই যে রোহিঙ্গাদের সমস্যা কতটা প্রকট। তখনই ট্রাম্প জানান কড়া বিবৃতি দিয়ে তারা রেহিঙ্গা নির্যাতন বন্ধের আহ্বান জানাবেন।’ যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগেই নাজিব প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন।

বৈঠকে রোহিঙ্গাদের সহায়তায় ত্রাণ পাঠানোর প্রক্রিয়া নির্ধারণে ট্রাম্প তার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলেও জানান নাজিব। তিনি বলেন, ‘আমার মনে হয় মালয়েশিয়ার জনগণের দাবি আমি এভাবে তুলে না ধরলে যুক্তরাষ্ট্র এতটা কঠোর হতো না।’  নাজিব বলেন, মালয়েশিয়া রোহিঙ্গাদের হয়ে কথা বলেই যাবে। এরপর ওআইসি ও জাতিসংঘের মধ্য সংগঠনগুলোর কাছে আহ্বান জানাবে তারা।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে