শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ০২:০৯:১৩

এবার যুক্তরাষ্ট্রকে নিয়ে একি বললেন অং সান সুচি

এবার যুক্তরাষ্ট্রকে নিয়ে একি বললেন অং সান সুচি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কোন কর্মকর্তাকে সহিংসতাপূর্ণ অঞ্চলে যেতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মিয়ানমার। সহিংসতাপূর্ণ অঞ্চলে প্রবেশাধিকার উন্মুক্ত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী প্যাট্রিক মারফি আহবান জানানোর পরপরই এ বিবৃতি দিল মিয়ানমার।

শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, মিয়ানমার রাখাইনের রাজ্যসচিব টিন মং সুই জানিয়েছে, তিনি (মার্কিন সহকারী মন্ত্রী) রাজধানী নেপিডো-তে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন। এছাড়া অং সান সুচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। কিন্তু কোন মার্কিন কর্মকর্তাকে সহিংসতাপূর্ণ অঞ্চলে প্রবেশ করার অনুমতি দেয়া হবে না।

মিয়ানমার পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা তিন মাউং সি বলেন, রাখাইন রাজ্যের রাজধানী ‘সিত্তে’ ভ্রমণ করতে পারেন তিনি। তবে রাজ্যের দক্ষিণাঞ্চলে যেতে পারবেন না।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে