শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৩০:৩২

৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী

 ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার জাফনা থেকে ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে সেখানকার নিরাপত্তা বাহিনী। মিয়ানমার সামরিক বাহিনীর হামলার ও নির্যাতনের শিকার রোহিঙ্গারা শুধু বাংলাদেশে পালিয়ে আসছেন না, তারা সুমদ্রপথে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি শ্রীলঙ্কার জাফনা থেকে এ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করে কলম্বোতে নেওয়া হয়।

কূটনৈতিক সূত্রে জানা যায়, তারা এখন কলম্বোতে জাতিসংঘের শরণার্থী সংস্থার তত্বাবধানে একটি ক্যাম্পে অবস্থান করছেন।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘জীবনের ভয়ে তারা এখন যেদিকে পারছেন, সেদিকে পালিয়ে যাচ্ছেন। মিয়ানমার সেনাবাহিনী সীমান্তে ল্যান্ড মাইন পুতে রাখায় অনেকে বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন।’

উল্লেখ্য, গম ২৫ আগস্ট থেকে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সবমিলিয়ে বাংলাদেশে এখন আট লাখের মতো রোহিঙ্গা আছেন।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন, এ বছরের শেষ নাগাদ বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে