শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:০৫:২৫

মারা গেছেন বাবরি মসজিদ বিতর্কে মূল মামলাকারী

মারা গেছেন বাবরি মসজিদ বিতর্কে মূল মামলাকারী

আন্তর্জাতিক ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কে মূল মামলাকারী মোহন্ত ভাস্কর দাসের। শনিবার ভোর তিনটাই উত্তরপ্রদেশের ফৈজাবাদে মৃত্যু হয় তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।

নির্মোহি আখাড়ার প্রধান ভাস্কর দাসকে বুধবার ফৈজাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে তিনি আইসিইউতেই ছিলেন। শনিবার ভোরে তার মৃত্যু হয়। সাধারণ মানুষ তাকে যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন তার জন্য মোহন্ত ভাস্কর দাসের দেহ রাখা হয়েছে হনুমানগড়িতে।

মোহন্ত ভাস্কর দাসের মৃত্যুর ফলে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার প্রধান ২ মামলাকারীর মৃত্যু হল। ওই বিতর্কের অন্য মামলাকারী হাসিম আনসারি মারা যান ২০১৬ সালের জুলাইয়ে। প্রসঙ্গত, ১৯৪৯ সালে বাবরি মসজিদ-রাম জন্মভূমি নিয়ে আইনি লড়াই শুরু করেন মোহন্ত ভাস্কর দাস।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে