রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ০১:০০:২০

গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েন, সন্দেহভাজন তরুণ গ্রেফতার

গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েন, সন্দেহভাজন তরুণ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে শুক্রবারের পাতাল রেলে সন্ত্রাসী হামলার ঘটনার সঙ্গে যোগসাজশে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। ১৮ বছর বয়সী ওই তরুণকে গতকাল সকালে দেশটির দক্ষিণ-পূর্বের ডোভার বন্দর থেকে স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে।

তবে ওই তরুণের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। সন্ত্রাসবাদ আইনের আওতায় গ্রেফতারের পর তাকে স্থানীয় কেন্ট পুলিশ স্টেশনে রাখা হলেও পরবর্তীতে তাকে লন্ডনে স্থানান্তরের কথা রয়েছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার নেইল বসু গ্রেফতারের ঘটনাকে তাত্পর্যপূর্ণ জানিয়ে বলেছেন, দেশটিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার মাত্রা ‘গুরুতর’ হিসেবে অব্যাহত রয়েছে।

এ অবস্থায় লন্ডনসহ বিভিন্ন স্থানে ‘অপারেশন টেম্পারার’র অন্তর্ভুক্ত সেনা সদস্যের সংখ্যা ধীরে ধীরে জোরদার করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।   লন্ডনের পারসন্স গ্রিন পাতাল রেল স্টেশনের একটি ট্রেনে শুক্রবার সকালে একটি বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় অন্তত ২৩ জন আহত হন। বিবিসি, ইনডিপেনডেন্ট অনলাইন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে