রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:২০:৫৫

পাকিস্তানের মাটিতে মার্কিন সেনার দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা!

পাকিস্তানের মাটিতে মার্কিন সেনার  দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা!

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনে পাকিস্তানের মাটিতে বড়সড় হামলা চালানো হবে। গত কয়েকদিন আগেই পাকিস্তানকে চরম এই হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের কিছুদিনের মধ্যে পাকিস্তানে মার্কিন ড্রোন থেকে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালালো আমেরিকা।

দেশটির অধ্যুষিত খুরররম এজেন্সিতে এই হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। চালকবিহীন এই ড্রোন হামলায় তিনজনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গিয়েছে। খুররম এজেন্সির দূরবর্তী গ্রাম ঘুর ঘোরিতে এই হামলা চালানো হয়েছিল।

পাঁচ আফগান তালেবান সমাবেশে হামলা চালানোর দাবি করা হয়। খুররম এজেন্সির পদস্থ এক সরকারি কর্মকর্তা বলেন, মার্কিন ড্রোন থেকে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা করা হয় । হামলায় তিন জন নিহত এবং দুই জন আহত হয়েছে। তবে হতাহতের পরিচয় জানা যায় নি। হামলায় চত্বরটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এর আগে মার্চ এবং এপ্রিলে পাকিস্তানে আরো দু’দফা ড্রোন হামলা হয়েছিল। নতুন করে ফের পাকিস্তানের মাটিতে ড্রোন হামলা চালাল আমেরিকা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে