আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বাদশাহ সালমানের পুত্র ক্রাউন প্রিন্স মোহম্মদ’কে রাজ সিংহাসনে বসানোর প্রচেষ্টায় নেতৃত্ব দেয়ার অভিযোগে প্রায় ৩০ জন আলেম , বুদ্ধিজীবি ও কর্মীকে আটক করা হয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ দিন দিন রাষ্ট্র জুড়ে আধিপত্য বিস্তার করা শুরু করেছেন।
সৌদি আরবের অর্থনীতি, কূটনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি নিজের শক্তিশালী একটি অবস্থান তৈরি করেছেন। তিনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও দেশটির সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান ‘সৌদি আরামকো’র পরিচালক, যেটি সৌদি আরবের জাতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান।
জার্মানীর গোয়েন্দা বিভাগ এক প্রতিবেদনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ’কে ইঙ্গিত করে বলে যে, একজন ব্যক্তি ক্ষমতার ক্ষুধায় অস্থির হয়ে আছেন। ক্রাউন প্রিন্স মোহাম্মদ সৌদি আরবকে তেল থেকে দূরে রাখতে ও সমাজ সংস্কারের উদ্দেশ্যে ‘ভিশন ২০৩০’ নামে একটি এজেন্ডা তৈরি করেছে।
সমালোচকেরা প্রিন্স মোহাম্মদের এই এজেন্ডার সমালোচনা করে বলেছেন, এই এজেন্ডাটিতে পর্যাপ্ত সংস্কার করা হয়নি, এছাড়াও তারা বাদশাহ কর্তৃক কর্তৃপক্ষকে দেয়া অতিরিক্ত ক্ষমতার সমালোচনা করেন। সূত্র : ইয়েনিসাফাক।
এমটিনিউজ/এসএস