সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ০২:০২:১৫

মিয়ানমার সেনাপ্রধানের নারী কেলেংকারির খবর ফাঁস

মিয়ানমার সেনাপ্রধানের নারী কেলেংকারির খবর ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক : এবার মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে নারী কেলেংকারি খবর ফাঁস করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাপ্তাহিক ‘ দ্যা নিউজ উইক’। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হিলাইং এর ব্যক্তিগত জীবনের ওপর বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে ‘ দ্যা নিউজ উইক’।

প্রকাশিত সংবাদে বলা হয়েছে, মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হিলাইং পরনারী এবং মাদকে আসক্ত। তার কমপক্ষে ৬ জন সুন্দরী নারীর সঙ্গে শারিরীক সম্পর্ক রয়েছে। যদিও বিষয়টি নিয়ে মিয়ানমারের কোন গণমাধ্যম কিছু লিখতে সাহস পায়নি বলেও নিউজ উইকের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রসঙ্গত, মিয়ানমারের আরাকান রাজ্যের রাখাইনদের ওপর সহিংসতা, নির্যাতন, অগ্নিসংযোগ এবং ভিটেমাটি থেকে উচ্ছেদ করে পুরো পৃথিবী জুড়েই সমালোচনার মুখে পড়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং হিলাইং।

বার্মিজ আর্মির সিনিয়র জেনারেল পদমর্যাদার এ কর্মকর্তার ব্যক্তিগত জীবনের নানা দিক উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাপ্তাহিক ‘ দ্যা নিউজ উইক’এর প্রতিবেদনে।

এদিকে, গতকাল শনিবার মিয়ানমারের সেনাপ্রধান দেশবাসীর প্রতি রোহিঙ্গাদের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই দেশে তাদের কোনো শেকড় নেই।

জেনারেল মিন অং হায়াং তার সরকারি ফেসবুক পেজে বলেন, উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে তাদের নির্মূল অভিযানের লক্ষ্য রোহিঙ্গা জঙ্গিদের বের করে দেয়া—যারা গত ২৫ আগস্ট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছিল।

তিনি বলেন, তারা রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি চাচ্ছে। কিন্তু তারা কখনই মিয়ানমারের জাতিগত গ্রুপ নয়। আর আমাদের এই সত্য প্রতিষ্ঠায় এক হওয়া উচিত।

তবে রাখাইন রাজ্যের এ সহিংসতা পুরো সীমান্তকে গ্রাস করে নিয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, লুন্ঠন, জ্বালাও পোড়াওয়ের কারণে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম নিজের ভিটে মাটি ছেড়ে বাংলাদেশে পাড়ি জমাচ্ছে।

এ পর্যন্ত চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ প্রেক্ষাপটে জাতিসংঘ নেতৃবৃন্দ একে জাতিগত নিধন হিসেবে বর্ণনা করেছে।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে