আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান জাতীয় পরিষদে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক ক্রিকেটার ইমরান খানের প্রার্থী ইয়াসমিন রশিদ। পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী রোববার অনুষ্ঠিত লাহোরের (এনএ-১২০) আসনের এই নির্বাচনে কুলসুম নওয়াজ পেয়েছেন ৫৯,৪১৩ ভোট। আর ইমরানের তেহরিক-ই-ইনসাফের ইয়াসমিন পেয়েছেন ৪৬,১৪৫ ভোট। পার্থক্য ছিল ১৩,২৬৮ ভোট। এই উপনির্বাচনে আরো কয়েকজন প্রার্থী ছিলেন। ২০১৩ সালে নওয়াজ শরিফ এই আসনে আরো বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন। সদ্য গঠিত মিল্লি মুসলিম লিগের ইয়াকুব শেখ তৃতীয় এবং পিপিপির ফয়সাল মির চতুর্থ হয়েছেন।
নির্বাচনের আগে ইমরান খান বলেছিলেন, এই আসনের ফলাফেলের মাধ্যমে পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে। কিন্তু তার প্রার্থী পরাজিত হওয়ায় হিসাব আগামী নির্বাচনেও নওয়াজ শরিফের দিকেই যেতে পারে বলে বিশ্লেষকেরা জানাচ্ছেন।
আয়-ব্যয়ের হিসাবে গড়মিল থাকায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করে। তিনি তার পার্লামেন্টারি আসনও হারান। ওই আসনেই তিনি তার স্ত্রীকে মনোনীত করেন। তার এই জয়ী হওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। নওয়াজ শরিফ দাবি করছেন, তাকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
জয় নিশ্চিত হওয়ার পর মরিয়ম নওয়াজ শরিফ বলেন, এনএ-১২০ ভোটারা কেবল সুপ্রিম কোর্টের [নওয়াজকে অযোগ্য ঘোষণা করা] ফলাফলই প্রত্যাখ্যান করেনি, তারা আদালতের মুখপাত্রকেও প্রত্যাখ্যান করেছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস