সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৪০:২৪

অবিশ্বাস্য ঘটনা! শহরে আকাশে রাতভর দাপাল ইউএফও

অবিশ্বাস্য ঘটনা! শহরে আকাশে রাতভর দাপাল ইউএফও

আন্তর্জাতিক ডেস্ক :  শনিবার রাতভর আকাশে ঘোরাফেরা করল ইউএফও। উত্তেজনা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়াতেও। ট্যুইটার-ফেসবুকে হু হু করে ছড়িয়ে পড়ল সেই ছবি। যদিও সবাইকে হতাশ করলে পেন্টাগন জানাল, ওটা আসলে মিসাইল টেস্ট।

ক্যালিফোর্নিয়া থেকে অ্যারিজোনার আকাশ জুড়ে চলেছে এক অদ্ভুত আলোর আনাগোনা। পেন্টাগনের তরফ থেকে মুখপাত্র জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর স্ট্র্যাটেজিক সিস্টেমস প্রোগ্রামস ট্রাইডেন্টের মিসাইল পরীক্ষা করা হচ্ছিল এদিন।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সমুদ্র থেকে উত্‍ক্ষেপণ করা হয় এই মিসাইল। সিস্টেমের ক্ষমতা পরীক্ষা করতে মাঝে-মধ্যেই এই টেস্ট করতে হয়। আর এই ধরণের পরীক্ষার আগে কোনও ঘোষণা করা হয় না বলেও জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ হতভম্ব। অনেকেই ভাবলেন বুঝি এল ভিনগ্রহের যান। ট্যুইটারে কিংবা ফেসবুকে অন্যান্য বন্ধুদের অভিজ্ঞতার কথা জানতেও চাইলেন অনেকেই। --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে