সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:০৪:২৭

৪৩ জনের তালিকার প্রথমেই হানিপ্রীত

৪৩ জনের তালিকার প্রথমেই হানিপ্রীত

আন্তর্জাতিক ডেস্ক :   'বাবা' জেলে যাওয়ার পর থেকেই গা-ঢাকা দিয়েছেন তাঁর 'দত্তক কন্যা' হানিপ্রীত ইনসান। তাঁর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে হরিয়ানা পুলিশ। রাজ্য পুলিশের তালিকায় যে ৪৩ জন 'মোস্ট ওয়ান্টেড'-এর নাম রয়েছে, তার একেবারেই প্রথম দিকে রয়েছেন হানিপ্রীত।

একা তিনি নন, ওই তালিকায় রয়েছেন ডেরা সচ্চা সৌদার মুখপাত্র আদিত্য ইনসানও। মামলায় গুরমিত দোষী সাব্যস্ত হওয়ার দিনই হরিয়ানার পঞ্চকুলা ও সিরসায় ডেরা ভক্তদের তাণ্ডবের বলি হন ৩৮ জন।

গত মাসের সেই ঘটনার পরেই 'বিশৃঙ্খলাকারী'দের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে হরিয়ানা পুলিশ। ওই ঘটনার যে সমস্ত ভিডিও, ছবি রয়েছে, সেগুলি দেখেই ওই 'মোস্ট ওয়ান্টেড' তালিকা তৈরি করা হয়েছে।

পুলিশের তরফে একটি নোটিস জারি করা হয়েছে। জানানো হয়েছে, ওই 'মোস্ট ওয়ান্টেড'-এর গ্রেফতার করতে সাহায্য যাঁরা করবেন তাঁদের পরিচয় গোপন রাখা হবে। --আনন্দ বাজার

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে