অনল রায় চৌধুরী, আগরতলা : নির্যাতনের কারণে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থীদের প্রতি সমর্থন দিয়েছেন ভারতের ত্রিপুরার বাম সরকার। সিপিএম পরিচালিত রাজ্য সরকার কেন্দ্রের রোহিঙ্গা অবস্থান নিয়ে সমালোচনায় মুখর। ত্রিপুরারা রাজ্য সরকার রোহিঙ্গার শরনার্থীদের প্রতি সহানূভুতি জানিয়ে বাংলাদেশ সরকারের অবস্থানের প্রতিও সমর্থন জানিয়েছেন।
এদিকে রোহিঙ্গাদের সমর্থনে রাজধানী আগরতলায় বিশাল র্যালী করেছে জমিয়ত-উলেমা-হিন্দ। এই মিছিল থেকে মায়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির ফাঁসি দাবি জানান জমিয়ত নেতারা।
অন্যদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে তৎপর কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই মায়ানমার ও বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যের বিভিন্ন চেকপোস্টে চলছে বাড়তি নজরদারি৷ তেমই নজরদারি চলছিল ত্রিপুরার খোয়াই জেলায়৷ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতেই গ্রেফতার করা হয় চার রোহিঙ্গা মুসলিমকে৷
পরে তাদের নিয়ে যাওয়া হয় আগরতলার মহাত্মা গান্ধী প্রোটেকটিভ হোমে৷ এর আগে জাল পরিচয়পত্র সহ কয়েকজন রোহিঙ্গাকে মনিপুর থেকে গ্রেফতার করা হয়েছে৷-আমাদের সময়
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস