সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:০৭:৩০

পুজোয় সবধরণের মদ বন্ধ করে দিল মমতা

পুজোয় সবধরণের মদ বন্ধ করে দিল মমতা

আন্তর্জাতিক ডেস্ক : পুজোর আনন্দ ভোজনে হোক, পানে নয়। কার্যত সেই নির্দেশই দিল রাজ্য সরকার। শুধু পুজো নয়, তার পরেও দু’দিন মিলিয়ে টানা পাঁচ দিন রাজ্যে দেশি, বিদেশি সব ধরনের মদ বিক্রি বন্ধ থাকবে।

এখন রাজ্যে মদের ডিস্ট্রিবিউশনের দায়িত্ব রয়েছে রাজ্য সরকারি নিগম ‘ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন লিমিটেড’। ওই নিগমের পক্ষ থেকেই নির্দেশ জারি করা হয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন বন্ধ থাকবে মদ বিক্রি।

দুর্গাপুজোর অষ্টমী, নবমী, দশমী এবং তার পরের দু’দিন যথাক্রমে মহরম ও গাঁধীজির জন্মদিন।

১৪ সেপ্টেম্বর এই নির্দেশ রাজ্যের সর্বত্র পাঠানো হয়েছে নিগমের পক্ষ থেকে। এখন মদ-রসিকদের জন্য দু’টি রাস্তা খোলা রইল। এক, আগে থেকে মজুদ করে রাখা আর দুই, পাঁচটা দিনের সংযম।-এবেলা
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে