মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৩৯:৪৩

বোমা হামলা চালাল মার্কিন বোমারু বিমান!

 বোমা হামলা চালাল মার্কিন বোমারু বিমান!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিমান বাহিনী দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর সাথে যৌথ বোমা হামলার মহড়া চালিয়েছে। সোমবার কোরিয় উপদ্বীপে চালানো যৌথ মহড়ায় অংশ নিয়েছে মার্কিন কৌশলগত দুই বোমারু বিমান বি-১বি এবং অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫বি।

মহড়ায় দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর চারটি এফ-১৫কে যুদ্ধবিমানও অংশ নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার একটি সরকারি সূত্র এ সব জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইয়োনহ্যাপকে।

এ ছাড়া, সকালের দিকে কোরিয় উপদ্বীপে মার্কিন বিমান বহর টহলও দিয়েছে।

চলতি মাসের ৩ তারিখে উত্তর কোরিয়া ৬ষ্ট পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানোর পর এই প্রথম কোরিয় উপদ্বীপে পাঠানো হলো মার্কিন কৌশলগত সামরিক সম্পদ। বোমা হামলার যৌথ মহড়া শেষে মার্কিন বিমান বহর অজ্ঞাতনামা ঘাঁটিতে ফিরে গেছে বলে জানানো হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে