আন্তর্জাতিক ডেস্ক : হরিয়ানার বিতর্কীত ধর্মগুরু রামরহিমের ডেরা ভক্তদের তাণ্ডবের পর সিরসায় ফিরে এসেছিলেন হানিপ্রীত। এমনটাই চাঞ্চল্যকর দাবি বিপাসনা ইনসানের। সোমবার সিরসার হুডা পুলিশ ফাঁড়িতে বিশেষ তদন্তকারী দলের দল (সিট)-এর মুখোমুখি হন তিনি।
প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে প্রশ্নোত্তর পর্বে চলে তার। দববালির ডিএসপি কুলদীপ বেনিওয়ালের নেতৃত্বে গঠিত দলের সামনে বিপাসনা জানিয়েছেন, গত ২৫ অগস্ট রোহতক থেকে সিরসায় এসেছিলেন হানিপ্রীত। এবং সেই ব্যবস্থা করে দিয়েছিলেন বিপাসনা স্বয়ং।
সে দিনই পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত দোষী সাব্যস্ত করে ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে। এরপরই হরিয়ানা ও পঞ্জাবের বিভিন্ন অংশে ডেরা ভক্তদের হিংসার বলি হন ৩৮ জন। আহত হন আড়াইশোরও বেশি। রাম রহিমের সঙ্গে মিলিত ভাবে গোটা ঘটনা ছক কষেছিলেন হানিপ্রীত।
বিপাসনার দাবি, ২৭ অগস্ট থেকেই ডেরা থেকে বেপাত্তা হয়ে যান রাম রহিমের পালিতকন্যা হানিপ্রীত। এমনকী, ডেরার সঙ্গে সমস্ত সম্পর্কও ছিন্ন করে দেন তিনি।
গুরমিত রাম রহিম সিংহের জেলযাত্রার পরই থেকেই বেপাত্তা হানিপ্রীত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে হরিয়ানা পুলিশ। হানিপ্রীত দেশ ছেড়ে নেপালে গা-ঢাকা দিয়েছেন বলে সন্দেহ পুলিশের। গত কাল দুপুরে ডেরার কার্যকলাপ নিয়েও বিপাসনাকে জিজ্ঞাসাবাদ করে সিট। সিরসায় ডেরার নিরাপত্তারক্ষীদের সম্পর্কেও প্রশ্ন করা হয় তাঁকে।
এমটিনিউজ/এসএস