মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:০৪:২৫

নদীতে তলিয়ে গেলেন মন্ত্রীর বড় ভাই

নদীতে তলিয়ে গেলেন মন্ত্রীর বড় ভাই

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজ্যজুড়ে সর্বত্র মহালয়ার তর্পণ নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবুও মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল। মহালয়ায় তর্পন করতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন রাজ্যটির আইনমন্ত্রী মলয় ঘটকের বড় ভাই।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বার্নপুরে দামোদর নদীতে তর্পণ করতে গিয়েছিলেন আইনমন্ত্রী মলয় ঘটকের বড় ভাই অসীম ঘটক। আচমকাই তিনি নদীতে তলিয়ে যান।

সেই সময়ে যারা নদীতে ছিলেন তারা উদ্ধারের চেষ্টা করেন কিন্তু কোনও লাভ হয়নি। শেষ খবরে জানা গিয়েছে, উদ্ধারে নেমেছে বিশাল বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীতে প্রথম থেকেই স্রোত ছিল। সবাই ঘাটের কাছাকাছি থাকলেও অসীমবাবু একটু দূরে এগিয়ে গিয়েছিলেন। এরপর স্রোতের টানে পা হড়কে জলে পড়ে যান।

ঘটনাস্থানে যায় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। যান মন্ত্রী মলয়বাবুও। অসীমবাবুর খোঁজে ঘটনাস্থান থেকে দেড় থেকে দুই কিলোমিটার জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রায় ঘণ্টা তিনেক ধরে তল্লাশি অভিযোগ চললেও অসীমবাবুর দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে