আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ট্যাংক বহর দেশটির ইরাক সংলগ্ন অভিন্ন সীমান্তে বড় ধরণের মহড়া শুরু করেছে। কুর্দি গণভোটের আগে মাত্র এক সপ্তাহ আগে এ মহড়া শুরু হলো। কুর্দি বিচ্ছিন্নতাকামী গণভোটকে তুরস্কের জাতীয় স্বার্থ বিরোধী হিসেবে দেখছে আঙ্কারা।
গতকাল থেকে শুরু হওয়া এই মহড়ায় শতাধিক সামরিক যান অংশ নিয়েছে। এগুলোর মধ্যে বেশিরভাগই ট্যাংক এবং গাড়িবাহিত ক্ষেপণাস্ত্র বলে জানান হয়েছে। ইরাকের সাথে সীমান্তপথ হাবুরের কাছে এ মহড়া চলেছে।
তুর্কি সেনাবাহিনী বলেছে, চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত মহড়া অব্যাহত থাকবে। অর্থাৎ কুর্দি বিচ্ছিন্নতাকামী গণভোট শেষ হওয়ার একদিন পর এ মহড়ার ইতি টানা হবে।
আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিরোধিতার তোয়াক্কা না করেই গণভোট অনুষ্ঠানের গো ধরেছে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল। বিচ্ছিন্নতাকামী গণভোট থেকে সরে দাঁড়ানোর জন্য গতকালও আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস