মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:১৪:২৫

‘মিয়ানমারে রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহিংস অভিযানে ২১৪টি গ্রাম ধ্বংস’

 ‘মিয়ানমারে রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহিংস অভিযানে ২১৪টি গ্রাম ধ্বংস’

আন্তর্জাজিত ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক সহিংস অভিযানে ২১৪টি গ্রাম ধ্বংস হয়ে গেছে। স্যাটেলাইটের ছবি পর্যালোচনা করে এ পর্যবেক্ষণ তুলে ধরেছে সংস্থাটি।

এইচআরডব্লিউ বলেছে, রাখাইনে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করছে মিয়ানমারের সেনাবাহিনী। এ কারণে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এর নিন্দা জানিয়ে প্রস্তাব পাশ করা জরুরি। মিয়ানমার সেনাবাহিনীর ওপর কিছু বিষয়ে অবরোধ আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রতিও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

হিউম্যান রাইটস ওয়াচ আরও বলেছে, ১৬ সেপ্টেম্বর স্যাটেলাইট থেকে এ ছবিগুলো তোলা হয়েছে। আকাশ থেকে মৌসুমি মেঘ সরে যাওয়ার কারণে স্যাটেলাইটের ছবিগুলো বেশ পরিষ্কারভাবে এসেছে।   

সংস্থাটি জানায়, ধ্বংসযজ্ঞ সম্পর্কে আগে যা জানা গিয়েছিল স্যাটেলাইটের সাম্প্রতিক ছবিগুলোতে তার চেয়ে অনেক বেশি ব্যাপকতা উঠে এসেছে। রাখাইনের মংদু ও রাথেডং এলাকায় হাজার-হাজার বাড়িঘর ধ্বংসের চিহ্ন দেখা গেছে।

সংস্থাটির ফিল রবার্টসন বলেন, 'রোহিঙ্গারা যাতে বাড়িঘরে ফিরতে না পারে সেজন্য মিয়ানমার নিরাপত্তা বাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ছবিতে এর প্রমাণ দেখা গেছে। এর আগেও কয়েক দফা স্যাটেলাইটের ছবি পর্যালোচনা করে রাখাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞের তথ্য দিয়েছে এইচআরডব্লিউ।-বিবিসি।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে