আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ছয় জাতির সঙ্গে করা ইরানের পরমাণু চুক্তি বাতিল করে তাহলে তাদের চড়া মূল্য দিতে হবে। গতকাল সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে হাসান রুহানি এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত নিলে আমেরিকাকে তার কড়া মাশুল গুনতে হবে। আমি বিশ্বাস করি না যে, এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আমেরিকা চড়া মাশুল গুনবে যা আগে কখনো হয়নি তাদের বেলায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি ২০১৫ সালে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন।
গতকাল নিউ ইয়র্কে ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প এই কথা বলেন। সিএনএন ও রয়টার্স।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস