আন্তর্জাতিক ডেস্ক : হাজার কোটি টাকার ডেরা সাচ্চা সৌদার মালিক রামরহিমের দিনে রোজগার এখন মাত্র ২০ টাকা। হরিয়ানার সুনারিয়া জেলে বসে এখন সবজি চাষ করেন তিনি। জেলকর্মীরা জানিয়েছেন, দিনে আট ঘণ্টা কাজকরতে হয় তাকে।
২৮ আগস্ট আশ্রমের দুই সাধ্বীর সম্ভ্রম নষ্ট করায় দোষী সাব্যস্ত করে ২০ বছরের সাজা ঘোষণা করে হরিয়ানা আদালত। ৫০ বছরের স্বঘোষিত ধর্মগুরু রামরহিম জেলে আসার পর থেকে শুধু কাঁদতেন আর হানিপ্রীতের সঙ্গে কথা বলতে চাইতেন।
বেশ কয়েকবার কাউন্সিলিং করা হয়েছে তার। এখন তার সেলের সামনে ৯০০ স্কোয়ার ইয়াডের একটি জমিতে সবজি চাষ করেন তিনি। হরিয়ানার সংশোধনাগারের ডিজি কে পি সিং জানিয়েছেন, সারাদিন জমিতে চাষ করে ও গাছের কাটিং করে সময় কাটান তিনি।
তার পারিশ্রমিক হিসেবে তাকে দেওয়া হয় দিনে ২০ টাকা। সারাদিন প্রচণ্ড নিয়মানুবর্তীতার সঙ্গে কাটাতে হয় তাকে। কোনও রকম বিশেষ পরিষেবা দেওয়া হয় না রাম রহিমকে। তার সেলে একটি টেলিভিশন সেটও নেই।
এমটিনিউজ/এসএস