মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১১:১১:০৯

উত্তর কোরিয়াকেই ধ্বংস করে দেব : জাতিসংঘে কড়া হুমকি ট্রাম্পের

উত্তর কোরিয়াকেই ধ্বংস করে দেব : জাতিসংঘে কড়া হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : এতদিন একের পর এক হুমকি দিচ্ছিলেন কিম। এবার হয়তো পাশার চালটা বদলে গেল। অত্যন্ত চড়া সুরে এবার কিমের উত্তর কোরিয়াকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

না পেরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও বলে দিলেন, 'আমেরিকাকে ক্রমাগত হুঁশিয়ারি দিতে থাকলে, কিম জং উনকেই একেবারে ধ্বংস করে দেব'।  

জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে দাঁড়িয়ে ঠিক এই ভাষাতেই কিমকে নিশানা করলেন ট্রাম্প। কিমের কার্যকলাপকে কটাক্ষ করে তার উক্তি, ' রকেট ম্যান ইজ অন আ স্যুইসাইড মিশন'।

প্রসঙ্গত, দুদিন অন্তর অন্তরই ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দেন কিম। ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ নিয়ে ট্রাম্পকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলেছে কিমের উত্তর কোরিয়া। এবার জাতিসংঘে দাঁড়িয়ে রীতিমতো বিধ্বংসী মূর্তিতে দেখা গেল ট্রাম্পকে।

উত্তর কোরিয়াকে তার সাফ হুঁশিয়ারি, 'আমেরিকার বিশাল সামরিক শক্তির কথা ভুলে গিয়েছেন কিম। ক্রমাগত হুমকি গিয়ে কিমের উত্তর কোরিয়াকেই ধ্বংস করে দেব।' পাশাপাশি এও উল্লেখ করেন, মার্কিন প্রতিরক্ষা খাতে তিনি ৭০০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে চলেছেন।  

জাতিসংঘে দাঁড়িয়ে বিশ্ব নেতাদের উদ্দেশেও বার্তা দেন তিনি। বলেন,' কিমের পরমাণু কর্মসূচিতে আর্থিক সাহায্য বন্ধ করুন।' বর্তমান পরিস্থিতি উত্তর কোরিয়ার পাশে না দাঁড়ানোর জন্য চিনের প্রশংসাও করেছেন ট্রাম্প।

প্রসঙ্গত, ট্রাম্প যখন জাতিসংঘে দাঁড়িয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন, তখন উত্তর কোরিয়ার প্রতিনিধির আসন ফাঁকাই ছিল। ট্রাম্প বক্তৃতা দিতে ওঠার পরই তারা বয়কট করে বেরিয়ে যান।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে