বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০৭:১০

জেলে সবজি চাষ করছেন রাম রহিম

জেলে সবজি চাষ করছেন রাম রহিম

আন্তর্জাতিক ডেস্ক: ডেরার আরাম আয়েশের জীবন আর নেই। আর পাঁচজন কয়েদির মতোই জেলে দিন কাটছে রাম রহিমের। দিনের বেলা আটঘণ্টা করে কাজ করতে হচ্ছে তাকে। আগেই জানা গিয়েছিল, জে‌লে মালির কাজ পেয়েছে স্বঘোষিত বাবা। দৈনিক ৪০ টাকা তার আয়।

তবে এবার সামনে আসল নতুন তথ্য। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০ টাকার বিনিময়েই এখন সবজি চাষ ও গাছ লাগানোর কাজ করতে হচ্ছে তাকে।

জেলে যে জায়গায় তিনি রয়েছে, তার পাশেই রয়েছে ছোট্ট এক খণ্ড জমি। হরিয়ানার ডিজি (কারা) কে পি সিংহ জানিয়েছেন, সেখানেই সবজি ফলাচ্ছে ডেরা প্রধান। এই সবজি জেলের হেঁসেলেই ব্যবহৃত হবে। পাশাপাশি জেলের চৌহদ্দির মধ্যে বিভিন্ন গাছও লাগাবে ‘বাবা’।
এর জন্য গুরমিত দৈনিক ২০ টাকা উপার্জন করবে।  

তিনি আরো জানান, একজন কয়েদিকে দিনে সর্বাধিক আট ঘণ্টা করে কাজ করতে হয়। রাম রহিমের ক্ষেত্রেও তার অন্যথা হবে না।

জেলে রাম রহিমের আচরণ কেমন? এ প্রসঙ্গে ডিজি জানান, জেলের মধ্যে স্বাভাবিক ব্যবহার করছে রাম রহিম। কাজও করছে মন দিয়ে। তাকে কোনও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। বাকি কয়েদিদের মতোই তাকে রাখা হয়েছে।
এমটিনিউজ২৪ ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে