আন্তর্জাতিক ডেস্ক : প্যারিস থেকে ৪৯৬ জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে লস এঞ্জেলেসগামী এয়ার ফ্রান্সের একটি বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এটি জরুরি অবতরণে বাধ্য হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর শনিবার এয়ারবাস এ-৩৮০ ফ্লাইট এএফ-৬৬ মডেলের বিমানটি পশ্চিম গ্রিনল্যান্ডের আকাশে এই সমস্যায় আক্রান্ত হয়।
তবে বিমানের চারটি ইঞ্জিনের একটি বিকল হয়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কিন্তু মারাত্মকভাবে জীবন হারিয়ে ফেলার শঙ্কায় ছিলেন এর যাত্রীরা। এমনকি অবতরণের পরও তাদের মধ্যে এই আতঙ্ক বিরাজমান ছিল।
এদিকে বার্তা সংস্থা- এএফপি এয়ার ফ্রান্সের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, বিমানটিতে ২৪ জন ক্রুসহ ৪৯৬ যাত্রী ছিলেন। ফ্যান নষ্ট হয়ে যাওয়ায় ওই ইঞ্জিনটি কাজ করছিল না। এছাড়া ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এমটিনিউজ২৪/এম.জে