আন্তর্জাতিক ডেস্ক : ফোন ট্যাপ করতে পারে পুলিশ। আর সেই ভয়ে মোবাইলে কথা বলা বন্ধ করে দিয়েছে গডম্যান গুরমিত রাম রহিম সিংয়ের দত্তক কন্যা হানিপ্রীত ইনসান। হানিপ্রীত ছাড়া ডেরার বাকী পলাতক সদস্যরাও নিজেদের ফোন সুইচ অফ করে রেখেছেন।
পুলিশকে বোকা বানিয়ে কীভাবে ডেরার সঙ্গে যোগাযোগ হানিপ্রীতের ? হরিয়ানা পুলিশের সূত্র বলছে, ডেরার সদস্যরা হোয়াটসঅ্যাপে নতুন নম্বর নিয়ে তা দিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। যার ফলে সহজে তাদের নাগাল পাওয়া সম্ভব হচ্ছে না।
হরিয়ানার স্বরাষ্ট্রসচিব এসএস প্রসাদ বলেছেন, হানিপ্রীত ও অন্যান্যরা হোয়াটসঅ্যাপে নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছে। যার ফলে তাদের খুঁজে পাওয়া সহজ হচ্ছে না। এবং গ্রেফতারও করা যাচ্ছে না।
অপরাধীদের গ্রেফতার করতে পুলিশ সাধারণভাবে ফোন ট্যাপিং পদ্ধতি ব্যবহার করে থাকে। তবে ডেরা সদস্যরা আগে থেকেই আঁচ করে ফোনই ব্যবহার করছেন না। যার ফলে তাদের ধরা যাচ্ছে না। হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের মধ্যে জরুরি তথ্য শেয়ার করে বার্তালাপ করছেন অভিযুক্তরা। যার নাগাল পেতে পুলিশ ব্যর্থ হয়েছেন।
এমটিনিউজ২৪/এম.জে