আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া লক্ষ্যে চালানো হয়েছিল সেনা অভিযান৷ সেই অভিযানে বড়সড় সাফল্য আফগান সরকারের৷ অন্তত ২২ জন জঙ্গিকে খতম করা হয়েছে৷ এমনই জানাচ্ছে আফগান স্বরাষ্ট্রমন্ত্রক৷
ঘটনাস্থল নানগরহার প্রদেশ৷ এখানকার লালপুর ও নাজিয়ান জেলায় অভিযানে অংশ নেয় মার্কিন-আফগান যৌথ সেনাবাহিনী৷ ধুন্ধুমার গুলির লড়াইয়ে খতম হয়েছে সাত পাকিস্তানি জঙ্গি৷ নিহতের তালিকায় আছে অন্তত ১৫ জন আইএস৷ দুটি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধংস করা হয়েছে৷
সম্প্রতি কাবুলের বিমানঘাঁটি লক্ষ্য করে পরপর রকেট হামলা চালানো হয়েছিল৷ মার্কিন প্রতিরক্ষা সচিবের সফরের আগেই হামলা হয়৷ তারপরেই জঙ্গি দমন অভিযান শুরু করে আফগান-মার্কিন যৌথ সেনা৷ --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে