আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাইওয়ানের বিষয়ে চীনের মনোভাবকে সম্মান জানাতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং। পাশাপাশি তাদের দ্বিপক্ষীয় সম্পর্কে ঝামেলা তৈরি না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়।
শনিবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর রেক্স টিলারসনের মধ্যকার বৈঠকে বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়, চীনা-মার্কিন সম্পর্ক অটুট রাখতে- যুক্তরাষ্ট্রকে অবশ্যই চীনের মনোভাবকে সততার সঙ্গে সম্মান জানাতে হবে।
এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সঠিকভাবে পরিচালনা এবং ঝামেলা পরিহার করে চলার বিষয়ও উল্লেখ করা হয়। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর উপলক্ষে সবকিছু খতিয়ে দেখতে সেখানে আসেন রেক্স টিলারসন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস