আন্তর্জাতিক ডেস্ক : প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের গোটা অরুণাচল প্রদেশ। আজ রবিবার বিকালে প্রবল কম্পন অনুভূত হয় অরুণাচল প্রদেশের ডিবাং ভ্য্যালি উপত্যকায়।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5। হঠাৎ কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয় এলাকায়। বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে পড়েন বহু মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে থাকেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
অন্যদিকে, প্রশাসনের তরফেও সতর্ক থাকতে বলা হলেও ভয়ের কিছু নেই বলে ইতিমধ্যে স্থানীয়দের আশ্বস্ত করা হয়েছে। অন্যদিকে, ভূমিকম্পে কেঁপে উঠে আন্দামান-নিকোবরও। এদিন সন্ধ্যায় কম্পন অনুভূত হয় সেখানে। সেখানেও আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। যদিও এখনও পর্যন্ত সেখানে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে