সোমবার, ০৯ অক্টোবর, ২০১৭, ০৩:১২:৩৭

অবরুদ্ধ অবস্থায় ট্যাংক এবং কামান হামলা

 অবরুদ্ধ অবস্থায় ট্যাংক এবং কামান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ অবস্থায় গাজা উপত্যকায় ট্যাংক এবং কামান হামলা করেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কথিত অবস্থানের ওপর এ হামলা চালানোর দাবি করেছে ইসরাইল।

গাজা উপত্যকার থেকে রকেট হামলার অজুহাতে এ হামলা চালানো হয়। অবশ্য, কথিত রকেট হামলায় ইসরাইলির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী নানা অজুহাতে মাঝে মাঝেই গাজায় হামলা চালায়। নিরীহ ফিলিস্তিনিরাই এসব হামলার শিকার হয়ে থাকেন।

২০০৭ সালের জুন থেকে গাজার বিরুদ্ধে কঠোর অবরোধ কার্যকর করেছে। এতে গাজা উপত্যকায় নজিরবিহীন বেকারত্ব দেখা দিয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে