রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০১:৪৭:১৯

ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের পুলিশ কর্মকর্তা

 ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক : কে পৃথিকা ইয়াসিনি, ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের পুলিশ সাব ইন্সপেক্টর। ভারতের মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, ‘ইয়াসিনি ওই পদে যোগ দিতে কোনও আইনি জটিলতা নেই’। তামিলনাড়ুর রাজ্য পুলিশের এসআই পদে যোগ দেওয়া ইয়াসিনির এখন শুধুই সময়ের অপেক্ষা। শৈশবে বাবা মা শখ করে তাঁর নাম রেখেছিলেন প্রদীপ কুমার। কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করে প্রদীপ । পরে লিঙ্গ পরিবর্তন করে ইয়াসিনি নামে নতুন জীবন শুরু করে। তাঁর এই পথটা মোটেই সহজ ছিল না। বহু পরিশ্রম এবং বাধা বিপত্তি পেরিয়ে আজ প্রদীপ থেকে পুলিশ সাব ইন্সপেক্টর হতে পেরেছেন বছর ২৫-এর ইয়াসিনি। ইয়াসিনির বাবা পেশায় অটো-রিক্সা চালক। তার মাও জামা কাপড় সেলাই করে সংসার চালান। স্বভাবতই তাদের পরিবারে স্বচ্ছলতা ছিল না। তার পুলিশে চাকরি করার ইচ্ছেকে মর্যাদা দিতে চাননি তাঁর পরিবার। বছর পাঁচেক আগে বাবা মাকে ছেড়ে নিজের লক্ষ্যপূরণের উদ্দেশ্যে চেন্নাইয়ে চলে আসেন ইয়াসিনি। পুলিশে চাকরির জন্য আবেদন করেন। তামিলনাড়ু ইউনিফর্মড সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ড নিয়ম ও গাইডলাইনসের অজুহাতে তাঁর সেই আবেদন বাতিল করে দেয়। সেখানে বলা হয়, সার্টিফিকেটের সঙ্গে তাঁর নাম মিলছে না। তাছাড়া বোর্ডের কাছেও রূপান্তরকামীদের জন্য কোনও বিশেষ কোটা ছিল না। ভেঙে না পড়ে, জেদে অটল ইয়াসিনি আইনের দ্বারস্থ হন। সমস্ত শারিরীক পরীক্ষায় উত্তীর্ণ হন ইয়াসিনি। রূপান্তরকামী ইয়াসিনি নিজের দক্ষতায় আদায় করে নেন মাদ্রাজ হাইকোর্টের ফিট সার্টিফিকেট। এখন পুলিশের এসআই পদে যোগ দেওয়া ইয়াসিনির শুধু সময়ের অপেক্ষা। ৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে