আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে আরো অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা করছে পাকিস্তান। এসইউ-৩৫ ফ্ল্যাংকার-ই নামের এই বোমারু বিমান রাশিয়ার থেকে কিনতে চেয়ে আবেদন করেছে পাকিস্তান। পাকিকস্তানের প্রতিরক্ষা বিষয়ক সাময়িক পত্রিকা আইএইচএস জেন-এর বিশ্লেষকরা এই তথ্য প্রকাশ করেছেন। এমনকি নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের সরকারের পদস্থ কর্মকর্তারও বিষয়টি অস্বীকার করেননি। তবে এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তারা।
এক কর্মকর্তা বলেছেন, শত্রু সীমানার অনেক ভিতরে ঢুকতে পারে এমন সুদক্ষ বোমারু বিমান পিএএফ’র দরকার। আর এই জন্যেই পাকিস্তান দুই ইঞ্জিনের এসইউ-৩৫ বিমান কিনতে আগ্রহী বলে জানান তিনি। পাকিস্তানের অন্য আর এক কর্মকর্তা বলেন, ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও পাকিস্তানকে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করতে আগ্রহী হয়েছে রাশিয়া। অবশ্য এসইউ-৩৫ বিমান কেনা হবে কিনা বা কি শর্তে কেনা হবে এখনো তা বলার সময় আসে নি বলে জানান তিনি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস