আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দেড় শ' ব্রাহ্মণ ইসলাম ধর্ম গ্রহণের পাশাপাশি আন্দোলন কর্মসূচিও পালনের হুমকি দিয়েছেন। দেশটির উত্তরপ্রদেশের সিংহওয়ালি আহির গ্রামের ১৫০ জনের এই হুমকির মূলে রয়েছে এক কিশোরী।
শর্তটি হল- তাদের সম্প্রদায়ের নিখোঁজ এক কিশোরীকে খুঁজে না দিলে তারা ধর্মান্তরিত হবেন।
স্থানীয় সহকারী পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তারা এ হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয় এ দাবিতে তারা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে শুরু করে অবস্থান কর্মসূচিও পালন করছেন।
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর এক দলিত যুবক ব্রাহ্মণ সম্প্রদায়ের এক মেয়েকে অপহরণ করে। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানালে তারা একটি মিসিং ডায়েরি করে। তবে এখন পর্যন্ত ওই কিশোরকী তারা উদ্ধার করতে পারেনি।
আর এতে ক্ষিপ্ত হয়ে সিংহওয়ালি আহির গ্রামের ব্রাহ্মণ সম্প্রদায়ের ১৫০ জন এক হয়ে ঘোষণা দিয়েছেন, নিখোঁজ কিশোরীকে খুঁজে না দিলে দলবেঁধে তারা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবেন।
শুধু তাই নয়। নিখোঁজ কিশোরীকে উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার জেলাশাসকের অফিসের বাইরে অবস্থানেও বসেন তাঁরা। স্মারকলিপি জমা দিয়ে গণ ধর্মান্তকরণের হুমকি দেওয়া হয়।- বাংলামেইল
১৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস