বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৪:২০

কুকুরের প্রাণ বাঁচাতে জরুরি বিমান অবতরণ

কুকুরের প্রাণ বাঁচাতে জরুরি বিমান অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক: একটি পোষা কুকুরের প্রাণ বাঁচাতে জরুরী অবতরণ করল বিমান। কুকুরটির প্রাণহানি হতে পারে এই আশঙ্কায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হল এয়ার কানাডার পাইলট। একটি কার্গো বিমানে করে ‘সিমবা’ নামের এই কুকুরটিকে নিয়ে যাওয়া হচ্ছিলো টেল আভিভ থেকে টেরন্টোতে আর পথের মধ্যে এই ঘটনাটি ঘটে। তাই পাইলট জার্মানিতে জরুরী ভাবে বিমানটিকে অবতরণ করেন।

টরেন্টোতে যাওয়ার পথে আচমকা বিমানচালক বুঝতে পারেন কার্গো এরিয়ার তাপমাত্রা ক্রমশ কমে যাচ্ছে। উষ্ণতা বাড়ানোর সিস্টেমটা নষ্ট হয়ে গিয়েছে। এই তাপমাত্রা ক্ষতিকর হতে পারত ওই কুকুরের জন্য। তাই সতর্ক হন বিমান চালক ও ক্রু মেম্বাররা। সঙ্গে সঙ্গে ২০০ জন যাত্রী সহ ওই বিমান ঘুরিয়ে নিয়ে গিয়ে নামানো হয় জার্মানিতে। ৭ বছরের সিমবাকে তুলে দেওয়া হয় অন্য একটি বিমানে। নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে ছাড়ে বিমানটি। কুকুরটির প্রাণহানির আশঙ্কা থাকায় সমস্যাটি বুঝতে পারেন যাত্রীরাও।

সিমবার মালিক কনটোরোভিচ বললেন, ‘আমার কুকুর আমার সন্তানের মত। তাই যা করা হয়েছে তা সঠিক বলেই আমি মনে করি’। যদিও এই ঘটনার জন্য কয়েক হাজারের ডলারের জ্বালানি খরচ হয়েছে ওই বিমানের তবুও যাত্রীদের কথায় এটাই সঠিক সিদ্ধান্ত। কারণ, বিমানে থাকা সব মানুষ বা প্রাণীর জীবন বাঁচানোর দায়িত্ব থাকে পাইলটের হাতেই।
১৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে