আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ডলারে মাদার তেরেসার ছবি সংযোজন করার প্রস্তাব করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং ওহিও-র গর্ভর্নর জন কাশিক এই প্রস্তাবের পক্ষে মতামত দেন। মার্কিন ১০ ডলারের নোটে কার ছবি রাখা হবে এবিষয়ে মতামত চাওয়া হলে জন কাশি মাদার তেরেসার ছবির বিষয়ে মাতামত দেন। বিশ্বজােড়া তার অনুপ্রেরণাদায়ক কাজের জন্যই এই নাম নিয়েছেন বলে জানিয়েছেন ওহিও-র গভর্নর।
এতদিন পর্যন্ত এই নোটে অ্যালেক্সান্ডার হ্যামিলটনের ছবি সংযোজন করাছিল। ২০২০ সালের মধ্যে সেই নোট নতুন করে ছাপানোর প্রস্তাব উঠেছে। তাই নতুন করে এই নোটে কার ছবি ছাপা হবে এবিষয়ে মতামত চাওয়া হয়েছিল। জন কাশিক বলেন, ‘হয়ত এটা আইনত সম্ভব নয়। কিন্তু, মাদারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল আর তিনি সবার জন্য এত বেশি কাজ করেছেন, তাই আমি ওনার নামটি প্রস্তাব করেছি’।
তার মতে মাদার সবার জীবনের অনুপ্রেরণা হওয়া উচিৎ। নিজেদের দেশের মতই প্রতিবেশীদেরও সম্মান দেওয়া উচিৎ বলেও উল্লেখ করেছেন তিনি। প্রাক্তন ফ্লোরিডা গভর্নর জেব বুশ নাম নিয়েছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের।
১৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/