আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র মক্কা শহরের একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছেন এবং প্রায় এক হাজার হজযাত্রীকে সরিয়ে নেয়া হয়েছে।
বেসরকারি নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে দুর্ঘটনায় দুজন আহত হওয়ার খবর জানানো হলেও আগুন লাগার কারণ এবং আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।
হোটেলটির নামও জানাতে পারেনি সংস্থাটি। তারা জানায়, হোটেলটির অষ্টম তলায় আগুন ধরে যায়। অগ্নিনির্বাপণ দলের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগামী মঙ্গলবার মক্কায় পবিত্র হজ শুরু হবে। এরই মধ্যে ১০ লাখ হজযাত্রী সেখানে অবস্থান করছেন।
গত ১০ বছরে হজমৌসুমে মক্কায় বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও গত শুক্রবার গ্র্যান্ড মসজিদে একটি ক্রেন ভেঙে ১০৭ জনের মৃত্যু হয়। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
১৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে