আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যর্থ, ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া দেয়া ভুল ছিল বলে এ জন্য অনুশোচনা করেছেন নোবেল কমিটির সাবেক একজন কর্মকর্তা।
গায়ের লানডেস্টেড নামে শান্তি পুরস্কার কমিটির ঐ সাবেক কর্মকর্তা তার আত্মজীবনীতে লিখেছেন কমিটি ভেবেছিল এই পুরস্কার মি.ওবামাকে আরো উজ্জীবিত করবে।
যদিও তার এই পুরস্কার পাওয়া নিয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই অনেক সমালোচনা হয়েছিল। ওবামা নিজেও বলেছিলেন তিনি নিজেও অবাক হয়েছেন।
লানডেস্টেড আত্মজীবনীতে লিখেছেন তার সর্মথকেরাও ভেবেছিল এটা হয়ত কোন ভুল হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টদের সাধারণত নরওয়ের রাজধানী অসলোতে যেয়ে পুরস্কার নেওয়ার রেওয়াজ নেই।
কিন্তু হোয়াইট হাউজ খুব দ্রুত বুঝতে পারলো তাদের অসলো যাওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন এই কর্মকর্তা। তিনি বলেছেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি অবদান রাখবেন এই আশা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন।
লানডেস্টেড শান্তি কমিটির একজন প্রভাবশালী সদস্য হিসেবে ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত কাজ করেন। সূত্র: বিবিসি
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস