শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২৫:৫৫

২৪ ঘণ্টায় ৬ হাজার শরণার্থী, ক্রোয়েশিয়ার দরজা বন্ধ

২৪ ঘণ্টায় ৬ হাজার শরণার্থী, ক্রোয়েশিয়ার দরজা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ২৪ ঘণ্টায় ছয় হাজার শরণার্থী ক্রোয়েশিয়ায় ঢুকেছে। কিন্তু ক্রোয়েশিয়ার সরকার বলছে, যেভাবে হাজার হাজার শরণার্থীর ঢল নেমেছে, তাদের ভার নেয়ার মত সামর্থ্য তাদের নেই।

হাঙ্গেরি তাদের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়ার পর শরণার্থীদের স্রোত এবার ছুটছে ক্রোয়েশিয়ার দিকে। কিন্তু তারাও সার্বিয়ার সঙ্গে থাকা সীমান্তের সাতটি পয়েন্ট বন্ধ করে দিয়েছে।

ক্রোয়েশিয়ার পার্শ্ববর্তী দেশ স্লোভেনিয়া বলেছে, এই শরণার্থী সংকটের একটা ইউরোপ ভিত্তিক সমাধান যতক্ষণ খুঁজে পাওয়া না যাচ্ছে, ততক্ষণ তারা তাদের সীমান্তের সব পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যে সকল রাস্তা সীমান্তের দিকে গেছে সেগুলোতেও ট্র্যাফিক বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের রাজধানী জাগরেব-এর সরকার বলেছে, সার্বিয়া থেকে আসা আর কোনো শরনার্থী গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়।

অনাকাঙ্ক্ষিত অভিবাসীদের ঠেকাতে সীমান্তে সেনা নামানোর জন্যও প্রস্তুতি নিয়ে রেখেছে দেশটির সরকার।

ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে সব অভিবাসী ইতোমধ্যেই ক্রোয়েশিয়ায় আছে, রাজনৈতিক আশ্রয়ের জন্য তাদেরকেও আবদেন করতে হবে। আর আবেদন না করলে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারী দেয়া হয়েছে।

এদিকে, ক্রোয়েশিয়া থেকে রেলযোগে স্লোভেনিয়ার ভেতর দিয়ে যাবার সময় বড় এক দল শরনার্থীকে আটকে দিয়েছে স্লোভেনিয়া।

পুলিশের একজন মুখপাত্র ভেসনা ড্রোল বলেছেন, প্রায় ২০০ শরনার্থীকে নিয়ে যাবার সময় দেশটির সীমান্ত শহর দোবোভা’র রেলস্টেশনে রেলগাড়িটিকে থামিয়ে দেয়া হয়। সূত্র: বিবিসি
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে