শনিবার, ০২ ডিসেম্বর, ২০১৭, ১০:২২:০৯

সমীক্ষা বলছে ‘পাকিস্তানে মহিলাদের অবস্থা ভয়াবহ’

সমীক্ষা বলছে ‘পাকিস্তানে মহিলাদের অবস্থা ভয়াবহ’

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদ ইস্যুতে সংবাদ শিরোনামে সবসময়ই থাকে পাকিস্তান। এবার এই দেশটি নিয়ে উঠে এলো আরও একটি ভয়াবহ তথ্য। মহিলাদের জন্য ভয়াবহ দেশ পাকিস্তান। বিশ্বের মধ্যে চতুর্থতম দেশ পাকিস্তান। উওম্যান, পিস অ্যান্ড সিকিউরিটি ইনডেক্সের চতুর্থতম স্থানে রয়েছে পাকিস্তান।

ওসলো বিশ্ববিদ্যালয়ের পিস রিসার্চ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জর্জটাউন ইনস্টিটিউট গাঁটছড়া বেঁধে এই সমীক্ষাটি করে। ১৫৩টি দেশের উপর সমীক্ষা চালানো হয়েছে। মহিলাদের নিরাপত্তা এবং বিচার প্রক্রিয়ার উপরই এই সমীক্ষা চালানো হয়েছে। দেশের নারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক আয়োজন করা হয় চূড়ান্ত।

এছাড়াও শিক্ষাক্ষেত্রেও চূড়ান্ত অবহেলিত করা হয় মেয়েদের। রিপোর্ট অনুযায়ী, শৈশবেই মেয়েদের পড়াশুনার পাট প্রায় চুকে যায়। মেয়েদেরকে ঘরের ভিতরে আটকে রাখার একটা প্রবণতা চলতেই থাকে। সেই কারণেই পাকিস্তানে মহিলাদের অবস্থা খুবই শোচনীয়।

অপরদিকে, আইসল্যান্ড, নরওয়ে এবং সুইজারল্যান্ডে মেয়েদের পরিস্থিতি খুবই ভালো। বিশ্বের মধ্যে শীর্ষস্থানে রয়েছে এই দেশগুলো। পাশাপাশি সিরিয়া, আফগানিস্তান এবং ইয়েমেন দেশের মেয়েদের পরিস্থিতি জটিল।

রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে মাত্র ২৪শতাংশ মহিলা কর্মক্ষেত্রে কাজ করেন। অপরদিকে, ৩৩শতাংশ পাক মহিলা মোবাইল ব্যবহার করেন। পাশাপাশি পার্লামেন্টে মহিলা সাংসদ মাত্র ২০শতাংশ। পাকিস্তান যে পুরুষশাসিত সমাজ সেটিও সমীক্ষা করে জানা গিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ৭৩শতাংশ পুরুষ চান না তাদের স্ত্রীয়েরা চাকরি সূত্রে বাইরে যান। অপরদিকে, ২৭শতাংশ মহিলা তাদের নিজের স্বামীর হাতেই প্রহৃত হন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে