রবিবার, ০৩ ডিসেম্বর, ২০১৭, ১০:০৪:৫৮

বিমানে শারীরিক নির্যাতনের শিকার জাকারবার্গের বোন

বিমানে শারীরিক নির্যাতনের শিকার জাকারবার্গের বোন

আন্তর্জাতিক ডেস্ক: বিমানের মধ্যে শারীরিক নির্যাতনের শিকারর শিকার হলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন রন্ডি জাকারবার্গ।  অভিযোগ, বিমান কর্মীরাই নাকি অভিযুক্তকে এই কাজের সুযোগ করে দেন। আলাস্কা এয়ারলাইন্সের বিমানে চরে তিনি মেক্সিকো যাচ্ছিলেন তখনই ঘটে ঘটনাটি।

রন্ডি জাকারবার্গ তার শারীরিক নির্যাতনের শিকার হওয়ার কথা লেখেন সোশ্যাল মিডিয়ায়। তার ওই পোস্ট থেকে জানা গেছে, আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে মেক্সিকোর মাজাটলানে যাচ্ছিলেন তিনি। প্রথম শ্রেণিতে তার পাশের যাত্রী টানা নেশা করতে থাকেন, সঙ্গে চলতে থাকে অশ্লীল মন্তব্য।  

এমনকী যে সহকর্মীর সঙ্গে জাকারবার্গের বোন সফর করছিলেন, তার প্রতি তার দুর্বলতা আছে কিনা জানতে চান তিনি। পাশাপাশি অন্য মহিলা সহযাত্রীদের শরীর নিয়ে বারবার আপত্তিকর মন্তব্য করেন। এ নিয়ে বিমান কর্মীদের কাছে অভিযোগ করেন জাকারবার্গের বোন।

এ ঘটনা প্রসঙ্গে বিমান সংস্থা জানিয়েছে, জাকারবার্গের বোনের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির ওই বিমানে সফর বন্ধ রাখা হয়েছে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে