শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৬:৪৪

মক্কা দুর্ঘটনায় উচ্ছ্বাস, বিজেপি নেতা গ্রেফতার

মক্কা দুর্ঘটনায় উচ্ছ্বাস, বিজেপি নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারাম-এ ক্রেন দুর্ঘটনায় হজযাত্রী হতাহতের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে গ্রেফতার হয়েছেন ভারতের তামিলনাড়ুর এক বিজেপি নেতা। ওই বিজেপি নেতা প্রায়ই মুসলিমদের বিরুদ্ধে নানা আপত্তিকর মন্তব্য করে থাকেন।

বি ভেলমুরুগন নামে ওই বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ, ২৯৫ এ, ৫০৫ (১) সি এবং ৫০৫ (২) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। তিনি মসজিদুল হারাম-এ ক্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন।

চলতি বছরের ২ মার্চ বি ভেলমুরুগনকে বিজেপি’র নির্বাহী কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়। তিনি তথ্য ও প্রযুক্তি সেলের সদস্য। ফেসবুকে তিনি মন্তব্য করেন, মক্কার ওই দুর্ঘটনায় যদি তার প্রতিবেশী কেউ নিহত হতো তাহলে তিনি আরো খুশি হতেন।

মক্কায় ক্রেন দুর্ঘটনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিতর্ক বাধায় বিতর্কিত পোস্ট মুছে ফেলেন ওই বিজেপি নেতা। তার বিরুদ্ধে রামনাথপুরম জেলার আজমের আলী নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করলে রোববার তাকে গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা অভিযুক্ত বিজেপি নেতা বি ভেলমুরুগন তথ্য ও প্রযুক্তিতে স্নাতক। তিনি একটি কম্পিউটার সেন্টার চালান। সূত্র: রেডিও তেহরান
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে