রবিবার, ০৩ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৯:০৬

ভয়ঙ্কর কাণ্ডঃ সন্ধ্যা নামলেই ঢিল, মাথা বাঁচাতে …

ভয়ঙ্কর কাণ্ডঃ সন্ধ্যা নামলেই ঢিল, মাথা বাঁচাতে …

আন্তর্জাতিক ডেস্ক: সন্ধ্যা নামলেই আচমকা উড়ে আসছে ঢিল৷ আহত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা৷ তাই মাথা বাঁচাতে এখন বাড়ির হাঁড়ি-কড়াই ভরসা জলপাইগুড়ি রেসকোর্স পাড়ায়৷ কেউ ব্যবহার করছেন হেলমেট৷ আর তা মাথায় দিয়েই চলছে যাতায়াত৷

শুক্রবার সন্ধ্যা থেকে এই ঘটনার জেরে রীতিমতো হুলস্থুল পড়ে গিয়েছে ওই এলাকায়৷ যদিও এই ঘটনার সূত্রপাত এক সপ্তাহ আগে৷ স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রথমে ঢিল পড়ছিল এলাকার বাড়িগুলিতে৷ শুক্রবার সন্ধ্যায় আচমকা এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করলেই ঢিল ছোড়া হচ্ছে৷ কেন এমন হচ্ছে, তা নিয়ে সন্দিহান স্থানীয় কোতয়ালি থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে সন্ধ্যার পর ঢিল পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

পড়ুয়াদের পড়াশুনা থেকে শুরু করে বাড়ির কাজকর্ম সন্ধ্যার পর থেকে সব বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা। আর যাঁরা বের হতে বাধ্য হচ্ছেন, তাঁদের কেউ মাথায় হেলমেট পরে বের হচ্ছেন৷ আবার কেউ থালা, বাসন, হাঁড়ি, কড়াই৷ এলাকার বাসিন্দা ঝরনা দে-র অভিযোগ, ‘গত সাত দিন ধরে সন্ধ্যার পর থেকে আমরা ঢিলের আতঙ্কে প্রায় গৃহবন্দি হয়ে পড়েছি। ঢিলের আঘাতে বাড়ির চাল ভেঙে গেছে। সামনে প্রতিটি স্কুলের বার্ষিক পরীক্ষা রয়েছে। ঢিলের আতঙ্কে বাচ্চারা পড়াশুনা করতে পারছে না। ‘
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে শুক্রবার রাতে ওই গ্রামে পুলিশ পৌঁছে যায়৷ রাতভর পুলিশি টহল চলে৷ কিন্তু তার পরও ঢিল পড়ার রহস্যের সমাধান হয়নি৷ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। তবে জলপাইগুড়ির কোতয়ালি থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে