রবিবার, ০৩ ডিসেম্বর, ২০১৭, ০৯:১৭:৫২

পরমাণু কেন্দ্রে মিসাইল হামলা, তোলপাড় আরব বিশ্ব

পরমাণু কেন্দ্রে মিসাইল হামলা, তোলপাড় আরব বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে জঙ্গি গোষ্ঠী হুথি। এমনই সংবাদে আরব বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। আলোড়িত হয়েছে আন্তর্জাতিক মহল।  

রোববার এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বারাখা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইয়েমেন থেকে এই হামলা চালিয়েছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী হুথি। যদিও হামলার বিষয়টি এখনও স্বীকার করেনি আমিরাত সরকার। এই খবর জানিয়েছে গালফ নিউজ।

যদিও আরও কিছু সংবাদ সংস্থার দাবি, এই হামলার বিষয়টি স্পষ্ট নয়। এদিকে আল জাজিরা জানিয়েছে, আমিরাতের রাজধানী আবুধাবির ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করেই মিসাইল হামলা চালায় হুথি জঙ্গিরা।

ইয়েমেনের নির্বাচিত সরকারকে উৎখাত করে সেখানে ক্ষমতা দখল করেছে হুথি বিদ্রোহীরা। তাদের বিরোধিতা করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট সেনা পাল্টা হামলা চালাচ্ছে। ২০১৫ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা রয়েছে হুথি দখলে। হুথি বিরোধী আরব জোট সেনার অন্যতম শরিক সংযুক্ত আরব আমিরাত।
 
হুথিদের সমর্থন করে ইসলামী সাধারণতন্ত্র ইরান। আর হুথিদের বিরোধিতা করে সৌদি আরব। ফলে ইয়েমেনের গৃহযুদ্ধ ঘিরে মুসলিম দুনিয়া আড়াআড়ি বিভক্ত। সেখানকার নির্বাচিত সরকারের প্রধান মনসুর আল হাদিকে ফের ক্ষমতায় বসাতে মরিয়া সৌদি আরব।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে