রবিবার, ০৩ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪৮:৫৬

আবুধাবির পরমাণু স্থাপনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

 আবুধাবির পরমাণু স্থাপনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছি সম্প্রদায়েল আনসারুল্লাহ যোদ্ধারা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি পরমাণু স্থাপনা লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

হাউছি যোদ্ধাদের আল-মাসিরা নিউজ ওয়েবসাইট আজ (রোববার) এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, আবুধাবির আল-বারাকাহ পরমাণু স্থাপনা লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে এ বিষয়ে ওয়েবসাইটটি বিস্তারিত কিছু বলেনি।

ইয়েমেনের গণমাধ্যম বলছে, হাউছি যোদ্ধাদের ছোঁড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সফলতার সঙ্গে পরমাণু স্থাপনায় আঘাত হেনেছে।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ ইয়েমেনে অভিযান শুরু করে।
সৌদি আরবকে সবচেয়ে সহযোগিতা করে আসছে সংযুক্ত আরব আমিরাত। জবাবে ইয়েমেনের হাউছি আনসারুল্লাহ যোদ্ধারা মাঝে মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
সূত্র : পার্স টুডে
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে